ময়মনসিংহের ত্রিশালে ৬ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে পৌর এলাকার ৭নং ওয়ার্ড ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, উপজেলার চিকনা মনোহর এলাকার রমজান আলীর ছেলে সোহাগ এবং পাঁচ পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মেহেদী হাসান।
ওসি কামাল হোসেন জানায়, প্রবাসী হাফিজুল ইসলামের স্ত্রী শিরিন আক্তার দুপুরে সোনালী ব্যাংক ত্রিশাল শাখা থেকে ৬ লাখ টাকা উত্তোলন করে রিকশাযোগে বাড়ি যাচ্ছিলেন। সেসময় ফিলিং স্টেশনের সামনে আসতেই আগে থেকে ওত পেতে থাকা দুই ছিনতাইকারী শিরিন আক্তারের ভেনিটি ব্যাগ নিয়ে মোটরসাইকেল যোগে ময়মনসিংহের দিকে যায়।
এ সময় শিরিন আক্তার ঘটনাস্থলে চিৎকার–চেচাঁমেচি করলে বাসষ্ট্যান্ডে থাকা টহল পুলিশ ছিনতাইকারীদের পিছনে ধাঁওয়া করে উকিল বাড়ী মোড় থেকে তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ ৬ লাখ টাকা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :