শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির পায়ে পৃষ্ট হয়ে নুর ইসলাম (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার ( ২৯ জানুয়ারি) বিকালে উপজেলার তাওয়াকোচা পাহাড়ি এলাকায়। নিহত কৃষক নুর ইসলাম গুরুচরনদুধনই গ্রামের মৃত শাহার উদ্দিনের ছেলে।
ওই গ্রামের আয়নাল হক জানান, কৃষক নুর ইসলাম প্রতিদিনের ন্যয় সকালে তার পালিত গরু পাহাড়ে ছেড়ে দেন। বিকাল ৫টার দিকে তিনি গরু আনতে পাহাড়ে যান। কিন্তু পরে আর তিনি বাড়ি ফিরে আসেননি। রাত ৮ টার দিকে নুর ইসলামের আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীরা নুর ইসলামের খুঁজে পাহাড়ে যান। পাহাড়ে খোঁজাখুঁজির একপর্যায়ে কৃষক নুর ইসলামের মৃতদেহের বেগুনের চালি নামক স্থানে সন্ধান পান। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ বছির আহম্মেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার এর পর পরিবারের আবেদন এর প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :