পাবনার ভাঙ্গুড়ায় ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি ) ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টা বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এই বিজ্ঞান ও প্রযুক্তি দ্বারা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম হাসনাইন রাসেল ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ভাঙ্গুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আতিকুজ্জামান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ওলিউল্লাহ, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রফিকুল ইসলাম, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ, বিভিন্ন স্কুলের সহকারী শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উদ্বোধনী প্রকল্প নিয়ে ১৪টি স্টল অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :