ফরিদপুর জেলার বোয়ালমারী থানা পুলিশ অর্থ ঋণের মামলার দুই সাজাপ্রাপ্ত আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতদের বুধবার (৩১ জানুয়ারী) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছেষ।
আসামিরা হলো রুপাপাত ইউনিয়নের সুতালিয়া গ্রামের আজিজ শেখ ও ঘোষপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের সিরাজুল ইসলাম।
সিরাজুল ইসলামকে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ১ লাখ ৩০ হাজার টাকা অর্থদন্ড দেন আদালত। সাজার পর তারা দীর্ঘদিন পলাতক ছিল।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জানুয়ারী) থানার এসআই কাজী আবুল বাশার ও এএসআই মনির হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতদের বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।
থানা অফিসার ইনচার্জ শেখ সাদিক বলেন, সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে মঙ্গলবার ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিদের নামে অর্থ ঋণের মামলায় সাজা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :