কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকার ৫০ টি দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
০১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার সকাল ১০:০০ টা থেকে বেলা ১:০০ টা পর্যন্ত কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কুমিল্লা সড়ক বিভাগানাধীন ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক (এন১) এর ৪৪তম কিলোমিটারে ভাগলপুর এবং ছোট মোহাম্মদপুর মৌজায় শহিদনগর নামক স্থানে সওজ`র অধিগ্রহণকৃত ভূমিতে অবৈধভাবে নির্মিত প্রায় ৫০টি দোকানঘর/স্থাপনা উচ্ছেদ করা হয়।
উক্ত অভিযানে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে দিক-নির্দেশনা প্রদান করেন দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জিয়াউর রহমান। অভিযানকালে কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, দাউদকান্দি-চান্দিনা সার্কেলের এসএসপি এনায়েত কবির সোয়েব, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোজাম্মেল হক পিপিএম, গৌরীপুর পুলিশ কেন্দ্রের ইন-চার্জ মো: আসাদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস দাউদকান্দি ও দাউদকান্দি পল্লী বিদ্যুৎ সমিতির একটি দল।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কুমিল্লা পুলিশ লাইন্স থেকে আগত একটি টিম এবং দাউদকান্দি মডেল থানা ও দাউদকান্দি হাইওয়ে থানার দুটি টিম। অভিযানকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :