AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইজতেমায় ডিউটিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
০১:২৩ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৪
ইজতেমায় ডিউটিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

টঙ্গীর বিশ্ব ইজতেমায় ডিউটিতে আসার পথে বাসের ধাক্কায় পুলিশের এএসআই মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন এসআই।

 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে টঙ্গী পূর্ব থানার মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এএসআই হাসান মানিকগঞ্জ জেলার কোর্টে কর্মরত ছিলেন। আহত এসআই আমির হামজা মানিকগঞ্জ জেলার পুলিশ কন্টোল রুমে কর্মরত ছিলেন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ জেলার কন্ট্রোলরুমে কর্মরত এসআই আমির হামজা ও মানিকগঞ্জ জেলার কোর্টে কর্মরত এএসআই হাসান পালসার মোটরসাইকেল যোগে (ঢাকা মেট্রো-ল-৬১-৪৩৬৪) ইজতেমায় ডিউটিতে আসছিলেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানাধীন মিলগেট এলাকায় পৌছালে পেছন থেকে বলাকা পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে টঙ্গী থানা পুলিশ তাদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। পঙ্গু হাসপাতালে নেওয়ার পর এএসআই হাসান মারা যান। এসআই আমির হামজার সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই ঘাতক বাস পালিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাসের ধাক্কায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক হাসান নিহত ও আমির হামজা আহত হয়েছেন। ঢাকার একটি হাসপাতালে আমির হামজার চিকিৎসা চলছে। ঘাতক বাসটি শনাক্তের কাজ চলছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!