কুমিল্লার সার্কিট হাউজের সামনে দুই কিশোর গ্যাংয়ের সশস্ত্র মহড়া ও ধাওয়া–পাল্টা ধাওয়া হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ধাওয়া–পাল্টা ধাওয়ার সময় কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে ধারালো অস্ত্র ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় একটি ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় কুমিল্লার সার্কিট হাউজ মোড়ে প্রকাশ্য ধাওয়া–পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে দুই কিশোর গ্যাং। দুই গ্রুপে অন্তত একশ জন কিশোর বয়সী অস্ত্র প্রদর্শন ও ইট পাটকেল নিক্ষেপ করে। সিসি ক্যামেরার ফুটেজে বেশ কয়েকজনের হাতে রাম দা দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে।
কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে তথ্য নেওয়া হচ্ছে। বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তবে এই গ্রুপ দুইটির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :