AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রশিদ মেমোরিয়াল ফাউন্ডেশন’র অথার্য়নে শ্রীপুরে শীতবস্ত্র বিতরণ


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৩:৩৫ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
রশিদ মেমোরিয়াল ফাউন্ডেশন’র অথার্য়নে শ্রীপুরে শীতবস্ত্র বিতরণ

কনকনে ঠান্ডায় দুর্ভোগে রয়েছেন সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষ। এক টুকরো গরম কাপড়ের উষ্ণতা পেতে তারা চেয়ে আছে অন্যের মুখপানে। এদিক থেকে নিম্ন আয়ের মানুষ। এক টুকরো গরম কাপড়ের উষ্ণতা দিতে প্রতিনিয়ত সমাজের অসহায় মানুষের পাশে তেকে কাজ করে যাচ্ছেন রশিদ মেমোরিয়াল ফাউন্ডেশন।


মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের রশিদ মেমোরিয়াল ফাউন্ডেশ’র অর্থায়নে ও বারতোপা রোটারি কমিউনিটি ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে ভালোবাসা ও সহানুভতির  হাত বাড়িয়ে দেন। প্রতি বছরের নেয়াই এ বছর সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ১শত  কম্বল কিতরণ করেন।

এই কম্বল পেয়েছেন ইউনিয়নের সকল ধর্মের অনুসারী শাতাধিক দুস্থ মানুষ। তারা কম্বল নিয়ে ফেরার সময় উদ্যোগদাতাদের জন্য দোয়া কামনা করে বলেন, সমাজের সামর্থ্যহীন মানুষের স্বপ্ন পূরণে প্রতি—ঈদ,পূজা ও শীতের সময় যদি কেউ সাহায়্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন, তিনি হলেন সত্যিকার স্বপ্ন পূরণের ফেরিওয়ালা ওরশিদ মেমোরিয়াল ফাউন্ডেশ। আমরা সর্বদা তাদের জন্য দোয়া কমনা করি, সৃষ্টি কর্তা যেনো তাদেরকে সর্বদা ভালো রাখেন।

সিংদীঘি গ্রামের দেলোয়ার হোসেন বলেন, সমাজে অনেক ধনী ব্যক্তি রয়েছে। তবে সবার মন নেই। রশিদ মেমোরিয়াল ফাউন্ডেশন এর সদস্যরা অত্যান্ত ভালো মানুষ। তাদের কাছে কেউ কোনো আবদার নিয়ে গেলে কখনো খালি হাতে ফেরায় না। তারা প্রতি বছর গরিব দুঃখীদের শীতবস্ত্র ও ঈদ সামগ্রী থেকে শুরু করে নানা প্রকার আর্থিক সহায়তা দিয়ে থাকেন। এ জন্য আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ।

এসময় উপস্থিত ছিলেন, রশিদ মেমোরিয়াল ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক সভাপতি মাহবুবুর রহমান, সদস্য সুরুজ জ্জামান ও প্রভাষক এমারত হোসেনসহ রশিদ মেমোরিয়াল ফাউন্ডেশন এর সকল সদস্য ও স্থানী গন্যমান্ন ব্যক্তিবর্গরা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!