রাজধানীর আব্দুল্লাহপুরে বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় কাশেম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ২ জন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মোহাম্মদ রাজু (৪০) ও মো মিলন মাঝি (৬০)।
স্থানীয়রা জানান, শুরুতে গুরুতর আহত অবস্থায় তিন জনকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাশেমকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা রিপন জানান, তার চাচাসহ আরও দুইজন ইজতেমা উপলক্ষে লক্ষ্মীপুর থেকে ঢাকায় আসেন ভোরে। বাস থেকে নেমে পায়ে হেঁটে আব্দুল্লাহপুর মাছ বাজার দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় তাদের তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয় একজনকে মৃত ঘোষণা করা হয়। নিহতের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত দু’জনের চিকিৎসা চলছে। তবে তাদের অবস্থা আপাতত স্থিতিশীল।
একুশে সংবাদ/য.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :