AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৈয়দ মুয়ীদ হাসান আসিফ আর নেই


Ekushey Sangbad
সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি
০৮:৩৩ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

সৈয়দ মুয়ীদ হাসান আসিফ আর নেই

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনের একমাত্র পুত্র সৈয়দ মুয়ীদ হাসান আসিফ (৪৬) আর নেই  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে তিনি মৃত্যুবরণ করেন।

শুক্রবার বাদ জুমা জানাযা শেষে তাকে আলীপুর গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক মেয়ে রেখে যান। 

Shwapno

আসিফের আম্মা আইভি মাসুদ জেলা মহিলা লীগের সাবেক সদস্য সচিব এবং জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। তারা এক ভাই এক বোন ছিলেন। 

জানা যায়, দুপুরে বুকের ব্যাথা নিয়ে তাকে প্রথমে ফরিদপুর ডায়বেটিক হাসপাতালে নেয়া হলে সেখান থেকে হার্ট ফাউন্ডেশনে রেফার্ড করা হয়। তবে সেখানে কিছুসময়ের মধ্যে তিনি মারা যান।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে হার্ট ফাউন্ডেশনে ছুটে যান ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ ও পৌর মেয়র অমিতাভ বোস সহ আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, অনুরাগী ও পরিচিতরা। তারা আসিফের রুহের মাগফেরাত কামনা করেন। বিভিন্ন মহল থেকে সৈয়দ মুয়ীদ হাসান আসিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!