রাজশাহীর বরেন্দ্রভূমিতে দেশ বরেণ্য অভিযাত্রীদের মিলনমেলায় ট্যুর মুরল্যান্ডের একযুগ পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়াম হল থেকে এক বর্ণাঢ্য রেলি বের হয়। র্যালিটি রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এসে শেষ হয়।এ সময় দেশ বরেণ্য অভিযাত্রীরা সকলে অংশগ্রহণ করেন।
এ সময় আয়োজক ও অংশগ্রহনকারীরা বলেন,দেশের পর্যটন শিল্পের বিকাশ ও পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ে তরুন সমাজকে আগ্রহী করতেই এই আয়োজন।
পরিবেশ বিষয়ে বাংলা একাডেমীর সাহিত্য পুরস্কারপ্রাপ্ত সুমেরু ও আটলান্টিক অভিযাত্রী ইনাম আল হক বক্তব্য রাখেন।
এছাড়া বিশ্বের সর্বো”চ পর্বতশৃঙ্খ এভারেস্ট জয়ের বাস্তব অভিজ্ঞতার আলোকে বিশদ আলোচনা করেন দুই বারের এভারেস্ট আরোহনকারী একমাত্র বাংলাদেশি এম এ মোহিত।
বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে দস্যুমুক্ত করার ওপর সুন্দরবনের কারিগর মোহসীন-উল হাকিম বক্তব্য প্রদান করেন। ট্যুর মুরল্যান্ডের সদস্যরা বলেন,দেশের পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি যুব সমাজকে ভ্রমণ পিপাসু করতেই এই আয়োজন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :