আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমা। হেদায়েতি বয়ানের পর রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। মোনাজাত শেষ হয় পৌনে ১২টার দিকে। এর পর হেঁটেই গন্তব্যের দিকে রওনা হন ধর্মপ্রাণ মুসল্লিরা।
সরেজমিন দেখা যায়, লাখো মুসল্লির যাতায়াত নির্বিঘ্ন করতে বন্ধ করে দেয়া হয় টঙ্গী অভিমুখী সব রাস্তা। ফলে সড়ক-মহাসড়কে ছিল না কোনো যানবাহন। তাই তো পায়ে ভর করেই গন্তব্যের দিকে ছুটে চলছেন মুসল্লিরা। তবুও নেই ক্লান্তি কিংবা কষ্ট।
যারা ঢাকা থেকে অংশ নিয়েছেন আখেরি মোনাজাতে তারা কোনোমতে হেঁটে ফিরলেও ভোগান্তিতে দূরপথের যাত্রীরা। মাথায় লাগেজপত্র নিয়ে নিরুদ্দেশ হাঁটছেন তারা। তবে ছোট ছোট ট্রাক, পিকআপ কিংবা ব্যক্তিগত গাড়ি কিছুটা চললেও সেগুলোতে উপচে পড়া ভিড়।
মোনাজাতের পর ফিরতি ট্রেনের সব কটিতেই উপচে পড়া ভিড়। ভেতরে ঢুকতে না পেরে ট্রেনের ছাদে উঠছেন মুসল্লিরা। সেখানেও টিকে থাকার যুদ্ধ।
তবে স্রষ্টার সান্নিধ্য লাভের আকুলতার কাছে পথের কষ্ট তুচ্ছ বলে মন্তব্য মুসল্লিদের। আবদুল্লাহ আল ফাহাদ নামে এক মুসল্লি বলেন, চাঁদপুর থেকে এসেছি। গত বছরও এসেছিলাম। বছরের এ সময়টার জন্য অপেক্ষায় থাকি। আগামী বছর বাঁচব কি না জানি না।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :