সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদি বাহন ঘোড়গাড়ী মাঠের ফসল বহনে খাটানো হচ্ছে। সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু গ্রামে আট থেকে দশটি ঘোড়গাড়ী আছে।
এখন ঘোড়গাড়ীতে আবাদী মাঠ থেকে কৃষকদের সরিষা ফসল বয়ে বাড়ীর উঠোন আঙ্গিনায় নিয়ে দেওয়া হচ্ছে।
ঘোড়গাড়ী মালিক আজাদ বলেন এক বিঘা জমির সরিষা ফসল আটশো থেকে এক হাজার টাকায় বয়ে দেওয়া হচ্ছে। দিনে আড়াই থেকে তিন বিঘা জমির সরিষা বয়ে দেওয়া যায়। বছরের অন্য সময় ঘোড়গাড়ীতে টাকার বিনিময়ে নানা পণ্য বহন করা হয়।
একুশে সংবাদ/স.স.প্র/জাহা
আপনার মতামত লিখুন :