মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মাছ ভর্তি পিকআপ উল্টে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে হাসাড়া হাইওয়ে থানার বিপরীত পাশে ঢাকাগামী লেনে মাছ পরিবহনকারী (ঢাকা মেট্রো ১৯-৭৮১৭) ট্রাকের চাকা অসচল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সার্ভিস রোডে পরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. হাফেজ (৪৫) ও মো. শহিদুল (৪২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ মাছ ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাছবাহী পিকআপটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকামুখী লেনে হাঁসারা হাইওয়ে ফাঁড়ির উল্টো দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে পিকআপটি উল্টে যায়। এতে গুরুতর আহত হয় পিকআপে থাকা ৭ জন। তাদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আকলিমা রৌশন জানান, গুরুতর আহত অবস্থায় ৭ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এদের মধ্যে হাসপাতালে নিয়ে আসার পর দুই জনের মৃত্যু হয়।
অপর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
হাঁসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। তারা মূলত মাছ ব্যবসায়ী। মাওয়া থেকে মাছ নিয়ে তারা ঢাকার দিকে যাচ্ছিলেন। গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :