রাজবাড়ীর গোয়ালন্দে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাঈদ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর মো. নাসিরুদ্দিন রনি, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, প্রাক্তন শিক্ষক নির্মল চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার মো. শরিফ ইসলাম, গোয়ালন্দ উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় প্রমূখ।
সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পরে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, সুবিধামত সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ সম্পর্কে আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়।
একুশে সংবাদ/জ.ই.জে/সা.আ
আপনার মতামত লিখুন :