AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে ৫২ পিস ইয়াবাসহ যুবক আটক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
০৩:০৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
খাগড়াছড়িতে ৫২ পিস ইয়াবাসহ যুবক আটক

খাগড়াছড়ির দীঘিনালায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফ্রেরুয়ারী) প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় ৫২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক ইমন হোসেন (২৩) উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জামতলী এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।

সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানা পুলিশ উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জামতলী আনসার ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ইমন হোসেনকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে তার কাছে থাকা ৫২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

ইমন হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। । আসামিকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর একুশে সংবাদকে জানান,জেলায় সকল ধরনের অপরাধ দমনের পাশাপাশি পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে ও মাদক চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।

 

একুশে সংবাদ/আ.রা.জে/সা.আ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!