AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরের আটরশীতে চারদিনব্যাপী বিশ্ব উরস শরীফে লাখো মানুষের ভীড়


Ekushey Sangbad
সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি
০৪:০২ পিএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
ফরিদপুরের আটরশীতে চারদিনব্যাপী বিশ্ব উরস শরীফে লাখো মানুষের ভীড়

ফরিদপুরের সদরপুরে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল প্রতিবছরের মতো এবারেও চারদিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু হয়েছে।শুক্রবার বাদ জুমা পবিত্র ফাতেহা শরিফ পাঠ ও আটরশী পীর ছাহেবের রওজা শরিফ জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় উরসের কার্যক্রম। জুমার নামাজে লাখো মুসুল্লি অংশ নেন।

এ উপলক্ষে শুক্রবার দুপুরে জাকের মঞ্জিল মাদ্রাসা ভবনের অফিস কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় জাকের মঞ্জিলের সমন্বয়কারী এম এম শহিদুল ইসলাম শাহীন জানান, বাস, ট্রাক, লঞ্চ সহ বিভিন্ন যানবাহনযোগে দেশবিদেশ হতে লাখো আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ মুসলমান সহ বিভিন্ন ধর্মের ভক্তবৃন্দ উরস শরীফে সমবেত হচ্ছেন। 

এছাড়া এবছর প্রথমবারের মতো দেশের উত্তরবঙ্গ হতে যুক্ত হয়েছে ট্রেন কাফেলা। প্রাত্যহিক ফরজ ও সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত পালন করছেন তারা। 

সোমবার সকালে আটরশী পীর সাহেবের স্থলাভিষিক্ত খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেবের নির্দেশনায় আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে এ আয়োজন।

প্রেস ব্রিফিংয়ে বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

একুশে সংবাদ/এস কে 

Link copied!