AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আখেরী মুনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ


Ekushey Sangbad
সদর উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০৩:২৬ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
আখেরী মুনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ

ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের ৪দিনব্যাপী উরস শরীফ আজ মঙ্গলবার বাদ ফজর শেষে বিশ্বওলী কেবলাজান ছাহেবের রওজা শরীফ যিয়ারত ও আখেরী মুনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে।

আশেকান ও জাকেরানদের চারদিনের এ মহামিলন মেলা ১৭ ফেব্রুয়ারী শনিবার থেকে শুরু হয়। আখেরী মোনাজাত কে কেন্দ্র করে দেশের বিভিন্নস্থান থেকে লক্ষ লক্ষ আশেকান-জাকেরান সমবেত হয় বিশ্ব জাকের মঞ্জিলে। রাতভর ইবাদত বন্দেগী শেষে মঙ্গলবার বাদ ফজর আখেরী মোনাজাতে শরীক হন।

বিশ্বওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা আলহাজ্ব খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে যিয়ারত ও মুনাজাত পর্ব পরিচালনা করেন।

বিশ্ব উরস শরীফের ৪দিনে বিশ্বওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা আলহাজ্জ খাজা মাহ্ফুযুল হক ছাহেব সমবেতদের দফায় দফায় সাক্ষাত ও নসিহত দান করেন। আখেরী মোনাজাত শেষে বিদায় নিয়ে লক্ষ লক্ষ আশেকান,জাকেরানরা তাদের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন।

উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবছর ও লক্ষ লক্ষ আশেকান জাকেরানরা বাস,লঞ্চ,ট্রলার,পরিবহন যোগে আগমন ঘটে দরবার শরীফে। তাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক পুলিশ, আনসার ও দরবার শরীফের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীরা কাজ করেন।

 

একুশে সংবাদ/র.জ.প্র/জাহা

Link copied!