AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাটহাজারী পৌরসভায় নব নিযুক্ত প্রশাসকের বরণ ও বিদায়


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৮:৩৪ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
হাটহাজারী পৌরসভায় নব নিযুক্ত প্রশাসকের বরণ ও বিদায়

হাটহাজারী পৌরসভার নব-নিযুক্ত প্রশাসকের বরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পৌরসভা চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী সংসদীয় আসন থেকে বার বার নির্বাচিত সাংসদ ও বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক গত ১৭ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দে নিয়োগকৃত পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।

এতে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, হাটহাজারীর জনপদকে যদি সুন্দর রাখতে চান, সন্ত্রাসমুক্ত রাখতে চান, ভূমিদস্যুতা মুক্ত রাখতে চান, তাহলে উপজেলা নির্বাচনে সেরকম লোককে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। যারা আপনাকে শান্তিতে রাখবে, জন কল্যানে কাজ করবে।  আর যদি যোগ্য লোককে ভোট না দেন তাহলে আপনাদের ভাগ্য আপনারাই নস্ট করবেন,আপনারাই ধ্বংস করবেন।‍‍` আমরা চাই সুশাসন। আর সুশাসন আকাশ থেকে আসেনা, বাতাসে আসেনা, সুশাসন আসে যাকে আপনি দায়িত্ব দিবেন সে যদি সঠিক হয়, তখন আপনি সুশাসন পাবেন।"

পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান, নবনিযুক্ত পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী, উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি, এডভোকেট মোহাম্মদ শামীম, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম, ওসি নূরুল আলম,  পৌর সভার নির্বাহী  প্রকৌশলী বেলাল আহমদ খান, পৌরসভার সহায়ক কমিটির সদস্য যথাক্রমে  শামসুল আলম, মোঃ আলী আযম, মোহাম্মদ জাফর, এডভোকেট.দিদারুল আলম বাবুল প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদের পিএস সৈয়দ মনজুরুল আলম, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্থরের জনসাধারণ।

অনুষ্ঠানের শুরুতে হাটহাজারী পৌর সভার বিদায়ী পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান আনুষ্ঠানিক ভাবে নবাগত পৌর প্রশাসক চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু কে দায়িত্ব হস্তান্তর করেন।

প্রসংগত, গত ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর–১ শাখার এক বিজ্ঞপ্তিতে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ মাইজপট্টি এলাকার মরহুম ফোরক আহমদ চৌধুরীর পুত্র মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু কে হাটহাজারী পৌরসভার প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য ২০১২ সালের ৯ আগস্ট হাটহাজারী সদর ইউনিয়নকে পৌরসভায় উন্নতি করা হয়েছিল। পৌরসভায় উন্নিত করার পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাগন পৌর প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে গত ২০২৩ সালের ১৭ আগস্ট উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)  আবু রায়হান কে পৌর প্রশাসক নিযোগ করেন স্হানীয় সরকার মন্ত্রণালয়। তাঁকে পৌরপ্রশাসক নিয়োগের পর ৬ মাস ৩ দিনের মাথায় স্হানীয় সরকার মন্ত্রণালয় প্রথম বারের মত একজন রাজনৈতিক ব্যাক্তিকে প্রশাসক হিসাবে নিযুক্ত করেন।


একুশে সংবাদ/আ.ন.প্র/জাহা

Link copied!