মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের স্মরণে গোদাগাড়ী ফুলকুঁড়ি একাডেমিতে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিরতণ করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে ফুলকুঁড়ি একাডেমি ক্যাম্পাসে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতার চিত্রাঙ্কন ও আবৃত্তি অংশগ্রহণকারীদের মূল্যায়ন করে পুরস্কার বিতরণ করা হয়।
চিত্রাঙ্কনে পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- নার্সারী শ্রেণীর সাজিয়া প্রথম, আব্দুল আজিজ ২য় ও মুহতাদি সাইম ৩য়। প্রথম শ্রেণীর পুরস্কার প্রাপ্তরা হলেন, আসিফা খাতুন প্রথম, আরফির রানা ২য় ও সাজিদ তয়। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পুরস্কার প্রাপ্তরা হলেন, আসিফা খাতুন ১ম, আরফিন রানা ২য় সিয়াম উদ্দিন ৩য়। চতুর্থ শ্রেনীর অরণী প্রথম, আবির ২য় ও মুনিরা ৩য়।
এছাড়াও আবৃত্তি প্রতিযোগিতায় আরো তিন প্রতিযোগিতা পুরস্কার লাভ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী ফুলকুঁড়ি একাডেমির ব্যবস্থাপনা পরিচালক সুলতান মাহমুদ তারিফ, প্রধান শিক্ষক আব্দুস সামাদসহ অন্যান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
একুশে সংবাদ/আ.ব.প্র/জাহা
আপনার মতামত লিখুন :