বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পরিস্থিতি ‘স্বাভাবিক’ হওয়ায় দীর্ঘ ২৩ দিন বন্ধ থাকা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বুধবার (২৮ ফেব্রুয়ারি) খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরত্ন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিদ্যালয়গুলো হলো- উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের শূন্যরেখার পাশে মিয়ানমারের ওপারে গত ৪ ফেব্রুয়ারি থেকে ব্যাপক গোলাগুলি শুরু হওয়ার পর প্রশাসন ঘুমধুম ও তুমব্রু এলাকার পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় জরুরিভাবে বন্ধ ঘোষণা করে।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বিদ্যালয় খুলে দেয়ার বিষয়টি নিশ্চিত করেন বলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্ত পরিস্থিতি এখন অনেকটাই ভালো।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :