নোয়াখালীর ভাসানচরে বিস্ফোরণে দগ্ধ হয়ে সোহেল (৫) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ ৯ জনের মধ্যে মৃত্যু হলো ৪ জনের।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়।
সোহেলের বাবার নাম আজিজুল হক।
এর আগে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রবি আলম নামে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তার আগে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রবিউো নামে একজনের মৃত্যু হয়েছিল। তারও আগে মোবাশ্বেরা নামে আরও একজনের মৃত্যু হয়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, বুধবার সকালে সোহেল মারা যায়। বার্ন ইউনিটের ১ নম্বর বেডে ছিল। ৫০ শতাংশ পোড়া ছিল। শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছিল শিশুটির।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে ওইদিন শিশুসহ ৯ জন দগ্ধ হন। এদের মধ্যে ওইদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাসেল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। বাকি আট জনকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। তাদের মধ্যে ৩জন শিশু ছিল। সোমবার দুই শিশুর মৃত্যু হয়। সবশেষ বুধবার আরও এক শিশুর মৃত্যু হয়।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :