আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে লালমনিরহাটে অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে জেলার আদিতমারী বুড়িরবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে বিভিন্ন দোকানে মূল্য তালিকা,মজুদ লাইসেন্স তদারকি, অবৈধ মজুদ রাখা, সঠিক মাপ প্রদান নিয়ে ০৪ টি দোকানে ৮৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সাধারণ মানুষকে অতিরিক্ত পন্য ক্রয় না করতে জনসচেতনতা বাড়াতে আহবান জানানো হয়। অভিযানে খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
লালমনিরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা বলেন, অবৈধ ভাবে মজুফ করে যাতে দাম নিয়ে কারসাজি না করতে পারে তা তদারকি করা হচ্ছে। এছাড়াও মজুদ লাইসেন্স না থাকলে মজুদ না করারও পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে একসাথে বেশি পন্য ক্রয় না করে তাতেও নিরুৎসাহিত করা হচ্ছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :