AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ


Ekushey Sangbad
তারাকান্দা, ময়মনসিংহ প্রতিনিধি
০৬:১৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
তারাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে  যৌন হয়রানির অভিযোগ

ময়মনসিংহের তারাকান্দায় রাজদারিকেল শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আ. লীগ নেতার বিরুদ্ধে ওই স্কুলের ৭ম শ্রেনীর এক ছাত্রীকে (১৪) যৌন হয়রানির  অভিযোগে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

জানা গেছে, উপজেলার কামারগাঁও ইউনিয়নের রাজদারিকেল শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গালাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল বারেক গত (২১ ফেব্রুয়ারি) ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি করেন। বিষয়টি ওই ছাত্রী তার পিতামাতাকে জানালে তারা বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাইমুর রহমান উজ্জলকে অবহিত করে।

বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাইমুর রহমান উজ্জ্বল জানান, তিনি অভিযোগ জানার পর বার বার প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে প্রধান শিক্ষক যোগাযোগ না করে এস,এস,সি পরীক্ষার দোহাই দিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। এক পর্যায়ে বিষয়টি এলাকা ছড়িয়ে পড়লে তোলপার সৃষ্টি হয়। বুধবার এলাকাবাসী ও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইউপি চেয়ারম্যান নাঈমুর রহমান উজ্জ্বল উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। তারপর উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহমিদা সুলতানা বিয়টি দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওনকে আহবায়ক করে ৩ সদস্য কমিটি করেন।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী জানান, এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। থানার ইমার্জেন্সি টিম বর্তমানে ঘটনাস্থলে আছে।

শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারেকের মুঠোফোনে কল দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।


একুশে সংবাদ/স.আ.প্র/জাহা
 

Link copied!