“সমবায়ভিত্তিক সমাজ গড়ি,টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বুধবার মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী জোকা দারিদ্র নিরোধ সমবায় সমিতি লিমিটেড এর ২২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জোকা গ্রামের কৃতি সন্তান ও জাতিসংঘের সাবেক ওর্য়াল্ড ফুড প্রোগ্রাম কর্মকর্তা এ.এস.এম সাইফুজ্জামান ওই গ্রামের সাধারণ মানুষের দৈন্যদশার হালচাল ও জীবন-যাত্রার মান নিম্নমুখী বিষয়টি উপলব্ধি করতে পেরে ভবিষ্যতে গ্রামবাসীর ভাগ্য উন্নয়নে সুদুর প্রসারি একটি মহৎ পরিকল্পনা গ্রহন করেন। ২০০২ সালে প্রাথমিকভাবে তিনি জোকা গ্রামে গড়ে তোলেন একটি সমবায় সমিতি । যার নাম রাখা হলো জোকা দারিদ্র নিরোধ সমবায় সমিতি লিমিটেড। এই সমিতির প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা হলেন এ.এস.এম সাইফুজ্জামান এবং তৎকালীন শ্রীপুর এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই গ্রামের কৃতি সন্তান মরহুম এম. তোরাব আলীকে প্রতিষ্ঠাতা সভাপতি ও খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোকা গ্রামের কৃতি সন্তান কামাল উদ্দিনকে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত করে গ্রামের সাধারণ মানুষদের সাথে নিয়ে তাদের ক্ষুদ্র আয়ের স্বল্পস্বল্প সঞ্চয় এই সমবায় সমিতিতে আমানত রাখতে শুরু করেন। তিল তিল করে সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমা হতে হতে আজ বিশাল পরিধি বিস্তার লাভ করেছে সমিতিটি। বর্তমান সমিতির সদস্য সংখ্যা ৯’শতাধীক। সরকারি অনুদান ও দাতা সংস্থার সহযোগিতা ছাড়ায় সদস্যদের গচ্ছিত সঞ্চয়ের অর্থ দ্বারাই সমিতিটি পরিচালিত হচ্ছে। সঞ্চয়ের টাকা শুধুমাত্র সমিতির সদস্যদের মাঝেই ঋণ হিসেবে বিতরণ করা হয়ে থাকে এবং একজন সদস্য সর্বোচ্চ ৫০ হাজার টাকার লোন গ্রহন করতে পারবে।
এছাড়াও সমিতির বাৎসরিক ব্যয় বাদে লাভ্যাংশের টাকা সদস্যদের মাঝেই বিতরণ করা হয়ে থাকে। সমিতির সবচাইতে বড় অর্জন কোনো সদস্যদেরই কোন প্রকার ঋন খেলাপি নেই এবং বাৎসরিক ঋন বিতরণ ও ঋন আদায় শতভাগই সাফল্য ।
এভাবেই গুটিগুটি পায়ে সুনামের সাথে এগিয়ে চলেছে জোকা দারিদ্র নিরোধ সমবায় সমিতিটি। প্রতিবছরেই সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বুধবার দিনব্যাপী সমিতির কার্যালয়ে সমিতির ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির বর্তমান উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা এ.এস.এম সাইফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল। জোকা দারিদ্র নিরোধ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শিশির কুমার শিকদারের সঞ্চলনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোরের শার্শা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিনু,উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা, প্রাক্তন প্রধান শিক্ষক মোল্লা মতিয়ার রহমান, সমিতির সহ-সভাপতি হাফিজুর রহমান ও শ্রীপুরের সমবায় কার্যালয়ের সহকারি পরিদর্শক শিমুল হোসেন। এছাড়াও সরকারি কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমিতির সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ,সেরা সঞ্চয় দাতা ও মাঠকর্মীদের মাঝে সম্মাননা পুরস্কার প্রদান করা হয় ।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :