সিআরবিতে মাসব্যাপী বইমেলা পরিদর্শন করেছেন বিনয় বাঁশী শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দেশের অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক চট্টগ্রামের সিআরবিতে ভাষার মাস উপলক্ষে আয়োজিত মাসব্যাপী একুশের বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন ও বই ক্রয় করেন শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক শ্রী বিপ্লব জলদাস, সাংবাদিক গৌতম চক্রবর্তী, সংগঠনের যুগ্ন-সম্পাদক বকুল বড়ুয়া,
পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, সাংবাদিক অভি পাল প্রমূখ।
এ সময় পাঠক ও দর্শনার্থীদের উদ্দেশ্যে শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ বলেন বই জ্ঞানের বাতিঘর, বই হোক মানুষের নিত্যদিনের সঙ্গী, বেশি বেশি বাংলা বই নিজে পড়ুন এবং অন্যকে বই পড়তে উৎসাহিত করুন। সর্বোপরি বই হোক বাংলা ভাষাভাষী মানুষের ও যুব সমাজের হাতিয়ার।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :