ফরিদপুরের সদরপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে ‘সঠিক তথ্যে ভোটার হব, স্মাট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বণার্ঢ্য শোভাযাত্রা র্যালীবের হয়।
র্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি তানিয়া আকতার।
আরও বক্তব্য রাখেন, সদরপুর থানার উপপুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আক্কাছ আলী খান, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ সাব্বির হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয় সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার জন্য। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আবেদনকৃত নতুন ভোটারদের আঙুলের ছাপ নেওয়ার মধ্যদিয়ে ভোটার কার্যক্রম হয়।
একুশে সংবাদ/র.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :