৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মন্ত্রণালয়াধীন দপ্তর/সংস্থা ও নারী সংগঠন/এনজিও সমূহের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বুধবার (৬ মার্চ) সকালে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল গেট হতে শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।
উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, ইউ এন উইমেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলী সিং, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান ও বিভিন্ন দপ্তর সংস্হার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শোভাযাত্রায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমি, ডিএনএ ল্যবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর, উপপরিচালকের কার্যালয় ঢাকা, মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত সমিতিসমূহ, বিভিন্ন মহিলা সংগঠন এবং এনজিও সংস্হাসমূহের প্রতিনিধি ও সদস্যগণ অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/রাফি/বাবু/জাহা
আপনার মতামত লিখুন :