তানোরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী, সরকারি কলেজ, স্ব্যস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, মহিলা ডিগ্রী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে সকাল ১০টায় পুস্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) আবিদা সিফাতের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওসার আলী,মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন।
এছাড়াও বিভিন্ন শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমানের ভাষণ পাঠ করে শোনান। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা।
একুশে সংবাদ/স.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :