স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সংক্রান্তে ১০ দফা নির্দেশনা না মানায় জামালপুর ও শেরপুরে জেলা প্রশাসন, ভোক্তা অধিদপ্তর, সিভিল সার্জনের কার্যালয়ের সাথে সমন্বয় করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ৬টি হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনষ্টিক সেন্টার সিলগালাসহ ৭টি হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনষ্টিক সেন্টারে জরিমানা আদায় করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।
জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি বেসরকারী হাসপাতাল-ক্লিনিক পরিচালনার জন্য ১০ দফা নির্দেশনা ঘোষনা করা হয়। এরই ধারাবাহিকতায় দেশব্যাপি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নে র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের আওতায় জেলা প্রশাসন, ভোক্তা অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় ও বিভিন্ন প্রতিষ্ঠান সিলগালা করেছে র্যাব-১৪।
তাদের মধ্যে জামালপুরের এ্যাপোলো হাসপাতালে ইমার্জেন্সি মেডিকেল অফিসার না থাকা ও অপারেশন ল্যাব অপরিচ্ছন্ন থাকায় ৫০হাজার টাকা, মা নার্সিং হোম এন্ড হসপিটালে ইমার্জেন্সি মেডিকেল অফিসার না থাকা এবং অপারেশন থিয়েটারের পরিবেশ মানসম্মত না হওয়ায় অপারেশন থিয়েটার সিলগালা ও ৩০হাজার টাকা, প্যাথলজি ল্যাব ও অপারেশন থিয়েটার মানসম্মত না হওয়ায় প্যাথলজি ল্যাব ও অপারেশন থিয়েটার সিলগালাসহ ৪০ হাজার টাকা, ইউরোপা ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালে ইমার্জেন্সি মেডিকেল অফিসার না থাকা এবং অপারেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাব মানসম্মত না হওয়ায় অপারেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাব সিলগালাসহ ২০ হাজার টাকা, লিখন মেডিকেল এন্ড হেলথ কমপ্লেক্স উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে চেম্বার পরিচালনা ও প্যাথলজি ল্যাবে প্যাথলজিক্যাল টেস্ট করার মতো উপযুক্ত পরিবেশ না থাকায় ২০ হাজার টাকা, নান্দিনা জেনারেল হসপিটাল (প্রাঃ) এ প্যাথলজি ল্যাব ত্রুটিপূর্ণ ও মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় ৭০হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে ৪ মার্চ শেরপুর জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় শেরপুরের সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়ম ও প্যাথলজি পরীক্ষার পরিবেশ না থাকায় ওই প্রতিষ্ঠানকে সিলগালা, আল-মদিনা জেনারেল (প্রাঃ) হাসপাতালে অপারেশনকালীন সময় এনেসথিওলজিষ্ট না থাকা ও লেবার রুম মানসম্মত না হওয়ায় অপারেশন থিয়েটার সিলগালাসহ ৫ হাজার টাকা, আমিনা ডায়াগনস্টিক সেন্টারে ল্যাবের রিপোর্টিং ডাক্তারের লাইসেন্স নবায়ন না থাকায় প্যাথলজী ল্যাবকে সিলগালা করা হয়।
জামালপুর ও শেরপুরে জেলা প্রশাসন, ভোক্ত অধিদপ্তর, জেলা সিভিল সার্জন অধিদপ্তর এ ধরণের অভিযান অব্যাহত রাখবে বলেও জানায় র্যাব-১৪।
একুশে সংবাদ/মু.আ.জে/সা.আ
আপনার মতামত লিখুন :