পঞ্চগড়ের বোদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
এদিন সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির এর সভাপতিত্বে ৭ মার্চ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের দিকনির্দেশনামূলক ভাষণের ওপর আলোকপাত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি।
এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন, বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এরপর ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শিক্ষার্থীদের ৭ মার্চের ভাষণ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু—কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/ল.ম.প্র/জাহা
আপনার মতামত লিখুন :