AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ২২


ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ২২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ২২ জন। এরমধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করেন ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার বাবনা তলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. নোমান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, ইমরান ট্রাভেলসের একটি বাস দ্রুত ও বেপরোয়াগতিতে বরগুনা থেকে ঢাকায় আসার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এতে বাস উল্টে ঘটনাস্থলে শফিকুল ইসলাম সুরুজ ও আনুমানিক ৪৮ বছর বয়সী অজ্ঞাত একজন ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া হাসপাতালে আরেকজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
উপ-পরিদর্শক নোমান শিকদর জানান, বরগুনা থেকে ঢাকাগামী বেপরোয়া গতির ইমরান ট্রাভেলস নামে একটি বেস ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।
তিনি আরো জানান, বাসটি হাইওয়ে থানা হেফাজতে আনা হয়েছে। তবে পালিয়েছেন বাসটির চালক ও হেলপার।। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!