গাজীপুরের টঙ্গীতে ‘ট্রাস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে একটি কারখানায় অ্যাসিডের ড্রাম বিস্ফোরণ হয়েছে। এতে তিনজন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্নে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- ভোলার চরফ্যাশনের নেসার আলীর ছেলে মো. ফরিদ (৫০), জয়পুরহাট পাঁচবিবি উপজেলার দাড়িয়াল গ্রামের মোকসেদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৫৫) এবং জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বাসিন্দা মো. মনির হোসেন (৪৫)।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, রাতের দিকে টঙ্গী থেকে তিনজনকে গুরুতর অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। এতে মো. ফরিদের শরীরের শতকরা ৭০ শতাংশ, মো. জাহিদুল ইসলামের ১৭ শতাংশ এবং মো. মনির হোসেনের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে অবগত করেছি।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :