তাপমাত্রা কমে যাওয়ায় পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ফের শীতের প্রকোপ দেখা গেছে। এদিকে তাপমাত্রা ওঠানামা করায় সর্দি, কাশি ও জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমূল হক রঞ্জন জানান, গতকাল শুক্রবার (৮ মার্চ) ১৪ থেকে ১৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। বিকাল থেকে রাত এবং সকালে শীতের কাপড় ছাড়া ঘরে ও বাইরে কোথায়ও বের হওয়া যাচ্ছে না।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আল-আমিন হোসেন বলেন, তাপমাত্রা ওঠানামা করায় নতুন করে সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হচ্ছে মানুষ। বেশী আক্রান্ত হচ্ছে শিশুরা। তাদের শারীরিক অবস্থা দেখে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :