নরসিংদীর রায়পুরায় শনিবার (৯ মার্চ) দিনব্যাপী শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার এর সহধর্মিণী মোসা: মাসুদা জামান সরকার চশমা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে মোট ৪ হাজার ৩৯৮ পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি এই প্রথম এই ইউনিয়নে নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও এ পদে চর আড়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সজিব সরকার মোটরসাইকেল প্রতীকে ২ হাজার ৬২৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। এবং চেয়ারম্যান পদে চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান সরকার আনারস প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ১ হাজার ৮৪২টি।
শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আজহারুল ইসলাম৷
বেসরকারী প্রাথমিক ফলাফলে জানা গেছে, মোট বৈধ ভোটের সংখ্যা ৯০০৩ এর বিপরীতে বাতিল ভোটের সংখ্যা ১৬৩ সব মিলিয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯ হাজার ১৬৬ টি।
এ দিকে নির্বাচনকে ঘীরে দিনব্যাপী মাঠে তৎপর ছিলো প্রশাসন। ৭জন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, আনসার, র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করে গেছেন।
একুশে সংবাদ/সা.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :