জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গ্রাহদের আমানতের টাকা ফেরত না পেয়ে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রাহকরা। প্রায় ১৫ হাজার গ্রাহক হাজার কোটি আমানত রেখেছে এ সমিতিতে।
রোববার (১০ মার্চ) বিকালে উপজেলার বালিজুড়ী বাজার কাঁচা বাজার এলাকায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে সমিতির গ্রাহকরা। এ সময় সমিতির অফিসে দেখা মেলেনি কোন কর্মকর্তাকে।
সমিতির গ্রাহক উপজেলার জোনাইল পূজাঘাটি এলাকার আবদুল কাদের বলেন, তিনি আল আকাবা বহুমুখী সমবায় সমিতিতে তিনটি নামে ৫০ লাখ টাকা আমানত রেখেছেন। প্রথম দিকে তারা নিয়মিত মুনাফা দিলেও গত ৪-৫ মাস যাবৎ কোন মুনাফাও দিচ্ছে না আবার আমানতের টাকাও ফেরত দিচ্ছে না।
সমিতির গ্রাহক দক্ষিণ আফ্রিকা প্রবাসী মোশাররফ হোসেন বলেন, ২০২২ সালে আমার কষ্টে অর্জিত টাকা, সাড়ে ৫ লাখ টাকা আল আকাবা সমিতিতে জমা রেখেছি। এখন টাকা ফেরত চাইলে তারা টাকা ফেরত দিচ্ছেনা।
তাসলিমা খাতুন নামে এক গ্রাহক বলেন, তিনি সাড়ে তিন লাখ টাকা আল আকাবা সমিতিতে জমা রেখেছেন। তারা দীর্ঘদিন ধরে আমাদের ঘুরাচ্ছে, কিন্তু টাকা ফেরত দিচ্ছে না। আমাদের টাকা ফেরত চাই।
কান্না জড়িত কন্ঠে সোহরাব আলী বাবু নামে এক বৃদ্ধ বলেন, ওমরাহ হজ্জের জন্য ২ লাখ টাকা আমানত রেখেছি এই সমিতিতে। তারা আমাকে টাকা ফেরত দিচ্ছে না।
সমিতিতে মনোহর আলী ১৩ লাখ ৮৭ হাজার, শিরিনা বেগম ১০ লাখ, আবদুল লতিফ ৩৬ লাখ, জহুরুল ইসলাম ১৬ লাখ, গোলাম মওলা ২০ লাখ, কোহিনুর বেগম ৪৬ লাখ টাকা জমা রেখেছেন। তারা তাদের আমানতের টাকা ফেরত না পেয়ে দিশেহারা। তাদের টাকা ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে জানতে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির কোন কর্মকর্তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মুঠোফোনে উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খানের কাছে জানতে চাইলে তিনি নামাজে আছেন বলে জানান।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে তিনি কোন তথ্য বা অভিযোগ পাননি।
একুশে সংবাদ/সা.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :