AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে ফুটপাতে পুলিশের উচ্ছেদ অভিযান


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৭:৪৫ পিএম, ১২ মার্চ, ২০২৪
শ্রীপুরে ফুটপাতে পুলিশের উচ্ছেদ অভিযান

গাজীপুরের শ্রীপুরে পবিত্র মাহে রমজানে জনসাধারণের অভাত চলাচলের  সুবিধার্থে যানজট নিরসন ও যত্রতত্র যানবাহন পার্কিং নিয়ন্ত্রণে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে শ্রীপুর থানা পুলিশ। 

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় ঢাকা -ময়মনসিংহ মহাসড়ক ও মাওনা বাজার, শ্রীপুর রোডের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

গাজীপুরের সিনিয়র সহকারি পুলিশ সুপার(কালিয়াকৈর সার্কেল) মোঃ আজমীর হোসেন,  শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ জামানের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে শ্রীপুর থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসাইন সহ পুলিশ কর্মকর্তারা এবং সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচারনা করা হয়েছে।

উপজেলার মাওনা চৌরাস্তা গুরুত্বপূর্ণ সড়ক গুলোর পাশে এক শ্রেণীর ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে করে ফুটপাতের বিভিন্ন অংশে জনগনের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে দীর্ঘ যানজট লেগেই থাকে।অভিযানকালে এসব অবৈধ স্থাপনা সরিয়ে ফুটপাত দখল মুক্ত করে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এছাড়া যত্রতত্র যানবাহন পার্কিং রোধে চালকদের সতর্ক করা হয়। যত্রতত্র পার্কিং যানবাহন দাঁড় করিয়ে যাত্রী উঠানামার ফলে মাওনা চৌরাস্তার বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি করছিল এসব যানবাহনের চালকরা।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ , শাহ জামান বলেন, যানজট নিরসনে মাওনা চৌরাস্তার ঢাকা -ময়মনসিংহ মহা সড়কের  বিভিন্ন অংশের ফুটপাতের অবৈধ দখলদার উচ্ছেদ করেছি। অন্যদের সতর্ক করা হয়েছে। আবারো ফুটপাথ দখল ও যত্রতত্র যানবাহন পার্কিং করে শহরে যানজট সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

গাজীপুরের সিনিয়র সহকারি পুলিশ সুপার(কালিয়াকৈর সার্কেল) মোঃ আজমীর হোসেন বলেন, পবিত্র মাহে রমজানে জন দুর্ভোগ লাগোবে ফুটপাত দখল মুক্ত করে জনগণের অবাধ চলাচল নিশ্চিত করা হয়েছে এবং দখলদারদেরকে সতর্ক করা হয়েছে।পুনরায় ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ফুটপাত দখল মুক্ত রাখতে প্রতিদিন ১০ সদস্যের পুলিশের একটি টিম এখানে দায়িত্ব পালন করবে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!