ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুুদের হাতে বন্দী তারেকুল ইসলামের গ্রামের বাড়িতে চলছে আহাজারি। সন্তানকে ফিরে পেতে কান্নাকাটি করছেন তারিকুলের পরিবারের সদস্যরা।ঘটনার পর থেকে প্রতিবেশী ও স্বজনরাও বাড়িতে ভিড় করেছেন।
আজ বুধবার (১৩.৩.২৪)দুপুরে তারেকুলের গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালীর ছকড়িকান্দি গ্রামের বাড়িতে গিয়ে এমন চিত্র দেখা যায়।
বাড়িতে ঢুকতেই কথা হয় তারেকুলের বাবার সাথে তিনি তারা সন্তানকে ফিরে পাওয়ার জন্য সকলের সহায়তা কামনা করেন। একইসাথে সরকার যাতে ওই জাহাজের সকলকেই জীবিত উদ্ধার করতে পারে সেই আর্তি জানান তিনি।
তার মা ছেলেকে ফিরিয়ে আনার জন্য সরকার যাতে ব্যবস্থা নেয় সেই অনুরোধ জানাচ্ছেন।
পরিবার সুত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত চাকুরিজীবী মো: দেলোয়ার হোসেনের দুই ছেলে এক মেয়ের মধ্যে সবার ছোট মো: তারেকুল ইসলাম। স্থানীয় প্রাইমারি স্কুল থেকে পাস করে চলে যান ঢাকায়। সেখানে মিরপুরের ড. মো: শহীদুল্লাহ্ কলেজিয়েট স্কুল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন।
২০১২ সালে ভর্তি হন চট্টগ্রাম মেরিন একাডেমিতে। ২০১৪ সালে নটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরিতে যোগ দেন তারেকুল ইসলাম।
সর্বশেষ গত বছরের ডিসেম্বরে নতুন করে যোগ দিয়েছিলেন ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া ‘গোল্ডেন হক’ নামে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর থার্ড অফিসার হিসেবে। পণবন্দী ২৩ নাবিকের মধ্যে ফরিদপুরের সন্তান তারেকুলও এখন পণবন্দী হিসেবে জিম্মি।
২০১৯ সালের ২৫ ডিসেম্বরে বিয়ে করেন নাটোরের মেয়ে তৎকালীন মোসাম্মৎ তানজিয়াকে।
বিবাহিত তারেকুল-তানজিয়া দম্পতির এক বছর এক মাস বয়সী একটি মেয়ে রয়েছে।
তারেকুলের গ্রামের বাড়িতে আশে পাশের লোকজন ও স্বজনেরা ভীড় জমিয়েছেন। তারা তাদের গ্রামে ছেলে তারেকুলসহ বন্দি সকলের মুক্তির জন্য সরকারের কাছে জোর দাবী জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :