নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এদিন সকাল ৮টায় ফরিদপুরের জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি কামরুল আহসান তালুকদার নেতৃত্বে শহরের গোবিন্দপুরে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন ,বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুস সামাদ, অধ্যাপক মোহাম্মদ শাহজাহানসহ ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ , পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পল্লী কবি জসীম উদ্দীন বাংলার অপরূপ সৌন্দর্য তার সাহিত্য ও কবিতার মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরেছেন। গ্রাম-বাংলার সেই রূপ সৌন্দর্য অনুধাবন করতে হলে জানতে হবে পল্লী কবি জসীম উদ্দীনকে, পড়তে হবে তার কবিতা ও গ্রন্থাবলী। যিনি গাছের পাশে, নদীর পাড়ে মাটিতে বসে মাটির সঙ্গে মিশে গিয়ে কবিতা, গল্প লিখতেন
আলোচনা সভায় বক্তারা পল্লীকবি জসীমউদ্দীনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে আলোচনা করেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :