জামালপুরের ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নে আর এন্ড এট ডেফলাপাড়া-বেনুয়ারচর রাস্তায় দুটি আরসিসি গার্ডার ব্রীজ উদ্বোধন করা হয়েছে।
আজ (শুক্রবার) দুপুরে ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিজ দুটির উদ্বোধন করেন।
`প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল` ব্রীজেস শীর্ষক প্রকল্পের আওতায় ইসলামপুরের আর এন্ড এট ডেফলাপাড়া-বেনুয়ারচর রাস্তায় যথাক্রমে ১ হাজার ৬০০ মিটার ও ২ হাজার ১০০ মিটার চেইনেজে ব্রীজ দুটি নির্মিত হয়েছে। এই দুটি রীজ নির্মাণে মোট ব্যয় হয়েছে ৮ কোটি ৯৩ লাখ ১১ হাজার ৩৩৯ টাকা। এতে অর্থায়ন করেছে যৌথভাবে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক। এই ব্রীজ দুটি নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্বে ছিলো ইসলামপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স তনয় এন্টারপ্রাইজ ব্রীজ দুটি নির্মাণ করেছে।
এ উদ্বোধন অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস ছালাম, চর গোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :