নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
রোববার (৭ মার্চ) সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন, উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।
এছাড়া উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, আত্রাই থানা, পল্লী বিদ্যুৎ, হাসপাতাল, আ’লীগ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান একে একে জাতির জনককে শ্রদ্ধা জানান। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। সভায় ইউএনও সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলেধরেন প্রধান অতিথি সাংসদ অ্যাড. ওমর ফারুক সুমন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ওসি জহুরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা আ’লীগ পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া খায়ের করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :