ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সরাইল থানার পুলিশ, হাইওয়ে পুলিশ, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরাইল প্রেসক্লাব, বিভিন্ন স্কুল, কলেজসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুহাম্মদ মেজবাহ উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মোঃ মঈন উদ্দিন মঈন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন ঠাকুর, ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ পারভেজ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :