"বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে" প্রতিপাদ্যে মানিকগঞ্জের হরিরামপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রবিবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেরুবা পান্না, কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান, মৎস্য কর্মকর্তা মো. নূরুল ইকরাম, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :