সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ বাড়ীতে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে দগ্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ৫ দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মারা গেলেন। তিনি সোমবার দুপুরে ঢাকায় মারা যান এবং আজ মঙ্গলবার তাকে দাফন করা হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
জানা গেছে, উল্লাপাড়া উপজেলার সুজা গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে।
আব্দুল হামিদ গত বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে নিজ বাড়ীতে রান্না ঘরে গ্যাসের চুলা জ্বালানোর সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে তার শরীরের বেশীর ভাগ অংশ পুড়ে যায়। তাকে চিকিৎসায় সেদিনের রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন সুজা প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) সানজিদা সুলতানার নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদকে গার্ড অব অনার দেওয়া হয়। তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
একশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :