গরুর মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপক হারে বেড়ে যাওয়ায় যশোরে পবিত্র রমজান উপলক্ষে এক ডিবি কর্মকর্তার উদ্যোগে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে। ওই কর্মকর্তা পরিচালিত সামাজিক সচেতন সংস্থা-সাসস ডিবি কার্যালয়ের সামনেই এ দোকান শুরু করেছে।
বৃহস্পতিবার (২১ মার্চ ) সকাল ১০টা থেকে সুলভমূল্যে এ গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।
বুধবারও (২০ মার্চ) যশোরের বাজারে গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এ চাপ খানিকটা কমানোর জন্য সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে সামাজিক সচেতন সংস্থা সাসস। তাদের স্টলে গিয়ে দেখা যায়, ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। একজন সর্বনিম্ন আড়াইশ গ্রাম থেকে সর্বোচ্চ ২ কেজি মাংস নিতে পারছেন এখান থেকে। এ ছাড়াও রমজান উপলক্ষে সাসসের উদ্যেগে প্রতিদিন সুলভ মূল্যে ডিম, লেবু, ডাব, বেগুন, শসাসহ বিভিন্ন সবজি কম দামে বিক্রি করা হচ্ছে।
দাম কিছুটা কম হওয়ায় ক্রেতারাও স্বতঃস্ফূর্তভাবে পরিবারের জন্য মাংস ক্রয় করছেন। আগের তুলনায় কেজিতে ১০০ টাকা কম দামে গরুর মাংস কিনতে পেরে খুশি ভোক্তারা।
মাংস কিনতে আসা আব্দুর রহিম বলেন, ‘বাজারে দাম বেশি হওয়ায় গরুর মাংস কম কেনা হচ্ছিলো। তবে কিছুদিন আগে এক ব্যবসায়ীর উদ্যোগে আমরা তো ৬২০ টাকায়ও গরুর মাংস খেয়েছি। পরে আবার দাম বেড়েছে। এখন সাড়ে ৭শ’ টাকায় বিক্রি হচ্ছে। এখানে বাজার থেকে ১০০ টাকা কম দামে কিনতে পেরে ভালো লাগছে।’
অপর এক ক্রেতা হেলাল উদ্দিন রানা বলেন, ‘রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম কম দামে গরুর মাংস বিক্রি হচ্ছে। তাই ১ কেজি কিনলাম। দেখে খুব ভালো লাগছে যে, গরুর মাংস কেজি প্রতি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্য জায়গায় কিনতে গেলে ৭৫০ টাকা লাগতো।’ ভবিষ্যতেও এই দাম বহাল রাখার দাবি করেন তিনি।
এ বিষয়ে সামাজিক সচেতন সংস্থা-সাসসের উপদেষ্টা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, ‘জনকল্যাণে সবাই এগিয়ে আসুক সেই লক্ষ্যে তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন। এবং সপ্তাহে একদিন ৬৫০ টাকা দরে গরুর মাংস বিক্রি করা হবে।’
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :