সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঙ্গালা ইউনিয়নের খোজা খালী গ্রামের একেবার গরীব মোক্তার হোসেনের বসতঘরসহ আসবাবপত্র আগুনে পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়ে গেছে।
গত বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ঘরের বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিটে লাগা আগুনে ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সরকারী খাস জায়গায় বসবাস করা গরীব পরিবারের মোক্তার হোসেন মাঠে ধান জমিতে নিড়ানীর কাজে গিয়েছিলেন। আর তার স্ত্রী বসতঘরে তালা লাগিয়ে মাঠে ছাগল খাওয়াতে নিয়ে যান।
এসময় আগুন লেগে বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। প্রতিবেদককে মোক্তার হোসেনের ছেলে রাজু হোসেন জানান তাদের ধারণা বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিটে আগুন লেগে তার ক্ষতি হয়েছে। এতে সব মিলিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়ে গেছে বলে জানান। তারা এখন বাড়ীর পাশের মতিউর রহমানের বাড়ীতে থাকছেন। গরীব মোক্তার হোসেন দিন মজুরীর আয়ের টাকায় সংসার চালান। রাজু হোসেন বলেন বসতঘর নির্মাণে তাদের টাকা নেই। আর্থিক সাহায্য সহায়তা পেলে পোড়া ভিটেয় বসতঘর তুলে বসবাস করতে পারবেন।
বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা বলেন একেবারেই গরীব মোক্তার হোসেনকে তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা করবেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :