ফরিদপুর সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খইলাশ পট্রি মদন হাজী বাড়ির থেকে হরিনা যাওয়ার ইটের রাস্তায় উপরে বেশ কিছুদিন হলো একটি গাছ রাস্তার উপর পড়ে আছে। এর ফলে চরমদুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসীরা।
২৩ শে মার্চ শনিবার সন্ধ্যায় সারেজমিনে গিয়ে দেখা যায় পাঁচ গ্রামের মানুষের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। রাস্তার পাশে ফসলি জমি হওয়াতে সেখান দিয়ে কোন ফসল কৃষক নিতে পারছে না।
এ বিষয়ে ওই গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকী জানান পিঁয়াজ সহ মালবাহী গাড়িগুলো আনতে খুব কষ্ট হচ্ছে। গাছটি সরকারি হওয়ায় কাটতেও পারতেছে না কেউ। দ্রুতি গাছটি অপসারণের জন্য দাবি জানান তিনি।
এ বিষয়ে মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান,মোঃ আফছারউদ্দিন মাতুব্বর, মুঠোফোনে বলেন বিষয়টি আমি জেনেছি তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু এখনো কোন সূরা হা হয়নি।
এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বালী মুঠোফোনে বলেন, আমাকে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে জানায়নি জানা থাকলে ব্যবস্থা নিতাম।এখন দ্রুত অপসারণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :