সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল বা হোলি উৎসব ছিল আজ। উৎসবটি বাংলাদেশে `দোলযাত্রা`, `দোল পূর্ণিমা` নামেও বেশ পরিচিত।
এদিন দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন মন্দিরে পূজা, হোম যজ্ঞ ও প্রসাদ বিতরণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে হিন্দু ধর্মাবলম্বীর অনুসারীরা।
সরেজমিন সোমবার (২৫ মার্চ) উপজেলার শরৎনগর বাজার, ভাঙ্গুড়া বাজার, কালিবাড়ী বাজার এলাকা ঘুরে দেখা যায়-সনাতন ধর্মালম্বী শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ মেতেছেন আবির খেলায়।
বাড়ির কত্রীরা থালায় করে আবির ও ফুল নিয়ে মন্দিরে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণকে আবির মাখিয়ে ও পূজা দিতে। আর হোলির আনন্দ সবচেয়ে বেশি ছুঁয়েছে শিশু ও কিশোর-কিশোরীদের। দৌঁড়ঝাপ আর আবির মাখানোতে ব্যস্ত থাকতে দেখা গেছে তাদের।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :