সিরাজগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুই ব্যাচে ৬০ জন কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। জেলার খোকশাবাড়ির হর্টিকালচার সেন্টারের সিনিয়র উদ্যানতত্ত্ববিদের কার্যালয়ে রবিবার ও সোমবার ২ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন প্রকল্প পরিচালক রাসেল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মো. মফিজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরর খোকশাবাড়ির হর্টিকালচার সেন্টারের সিনিয়র উদ্যানতত্ত্ববিদ মো.শহিদুল ইসলাম। মসলার উন্নত জাত ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণে ১ম ব্যাচে উল্লাপাড়া উপজেলা ও ২য় ব্যাচে তাড়াশ উপজেলার ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণার্থীদের খাতা, কলম, প্রশিক্ষণ ম্যানুয়াল, নাস্তা ও দুপুরের উন্নত খাবার সহ মোট ১৩ শত টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। জানা যায়, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পটি কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা সহ সমগ্র বাংলাদেশে মসলা ফসল চাষের গুরুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :