বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনিরর মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।
এরপর সকালে শহিদ মুক্তিযোদ্ধা বেধীতে পুষ্পস্তবক অর্পণ এবং পরে নরসিংদীর মুছলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুজকাওয়াজ।
এছাড়াও দিনব্যাপী চিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ জেলা জুড়ে নানান আয়োজন থাকছে স্বাধীনতা ও জাতীয় দিবসকে কেন্দ্র করে।
নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির অংশ হিসেবে কুজকাওয়াজে সালাম গ্রহণ করেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম। এ সময় নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :